সমীকরণ নিয়ে গুরুতর অভিযোগ আফগান কোচের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৪১ বার পড়া হয়েছে

ছবি: বাংলাপ্রেস।

শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ভালোই লড়াই করে গিয়েছিল আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ২ রানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। তবে প্রথম সমীকরণের পরও নেট রান রেটের সমীকরণেও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানদের।

যদি আফগানিস্তান ছক্কা মেরে ২৯৫ রান করতে পারতো, তাহলে সুপার ফোরে যেতে পারতো তারা। তবে তখন ব্যাটিংয়ে অপরপ্রান্তে থাকা রশিদ খানকে দেখে মনে হচ্ছিল তিনি এই সমীকরণের কথা কিছুই জানেন না। এমন কি আফগান কোচ ট্রটও বললেন, সমীকরণের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের।

৩৭.১ ওভারের মধ্যে ২৯২ রান করতে হতো আফগানিস্তানকে সুপার ফোর নিশ্চিত করতে। তার অনেক কাছেও পৌঁছে গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচটা ২ রানে হেরে যায় আফগানরা। কিন্তু ৩৭.১ ওভার পার হওয়ার পরও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল তাদের। যদি পরের তিন বলের মধ্যে ছক্কা মেরে ২৯৫ রান করতে পারতো তারা, তাহলে সুপার ফোর নিশ্চিত হতো আফগানদের।

এমন এক জটিল সমীকরণের কথা বারবার ধারাভাষ্যকাররা জানিয়ে যাচ্ছিল, তবে সেটা নাকি আফগান দলকে জানানোই হয়নি। এমনটাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন আফগান কোচ জনাথন ট্রট।

সংবাদ সম্মেলনে ট্রট বলেন, আমাদের সঙ্গে এমন হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি। আমাদের বলা হয়েছিল, ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে। আমাদের সঙ্গে ২৯৫ রানের হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি।

হতাশা থাকলেও দলের খেলোয়াড়দের দারুণ খেলায় সমর্থন করেছেন ট্রট।

আফগান কোচ বলেন, নবি ডমিনেন্ট করেছেন, রহমত শাহও দারুণ খেলেছেন। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আর শেষ পর্যন্ত ম্যাচটা জেতা উচিতও ছিল। শুধু ঠান্ডা মাথায় খেললেই হতো।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমীকরণ নিয়ে গুরুতর অভিযোগ আফগান কোচের

আপডেট সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ভালোই লড়াই করে গিয়েছিল আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ২ রানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। তবে প্রথম সমীকরণের পরও নেট রান রেটের সমীকরণেও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানদের।

যদি আফগানিস্তান ছক্কা মেরে ২৯৫ রান করতে পারতো, তাহলে সুপার ফোরে যেতে পারতো তারা। তবে তখন ব্যাটিংয়ে অপরপ্রান্তে থাকা রশিদ খানকে দেখে মনে হচ্ছিল তিনি এই সমীকরণের কথা কিছুই জানেন না। এমন কি আফগান কোচ ট্রটও বললেন, সমীকরণের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের।

৩৭.১ ওভারের মধ্যে ২৯২ রান করতে হতো আফগানিস্তানকে সুপার ফোর নিশ্চিত করতে। তার অনেক কাছেও পৌঁছে গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচটা ২ রানে হেরে যায় আফগানরা। কিন্তু ৩৭.১ ওভার পার হওয়ার পরও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল তাদের। যদি পরের তিন বলের মধ্যে ছক্কা মেরে ২৯৫ রান করতে পারতো তারা, তাহলে সুপার ফোর নিশ্চিত হতো আফগানদের।

এমন এক জটিল সমীকরণের কথা বারবার ধারাভাষ্যকাররা জানিয়ে যাচ্ছিল, তবে সেটা নাকি আফগান দলকে জানানোই হয়নি। এমনটাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন আফগান কোচ জনাথন ট্রট।

সংবাদ সম্মেলনে ট্রট বলেন, আমাদের সঙ্গে এমন হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি। আমাদের বলা হয়েছিল, ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে। আমাদের সঙ্গে ২৯৫ রানের হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি।

হতাশা থাকলেও দলের খেলোয়াড়দের দারুণ খেলায় সমর্থন করেছেন ট্রট।

আফগান কোচ বলেন, নবি ডমিনেন্ট করেছেন, রহমত শাহও দারুণ খেলেছেন। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আর শেষ পর্যন্ত ম্যাচটা জেতা উচিতও ছিল। শুধু ঠান্ডা মাথায় খেললেই হতো।