
ত্বকের জেল্লা ফেরাতে জবা ফুলের নিয়মিত ব্যবহার ম্যাজিকের মতো কাজ করে।
ত্বকের যত্নে জবা ফুলের নানাবিধ উপকারিতা রয়েছে। আপনি জানেন কি ত্বকে জবা ফুল ব্যবহার করলে কি কি উপকার মেলে?
চলুন জেনে নেওয়া যাক-
১. জবার নির্যাসে পাওয়া যায় অ্যান্টিঅক্সিড্যান্ট, যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এছাড়া আপনার ত্বকের অন্দর থেকে থেকে টক্সিন বের করে দেয়।
২. সূর্যের ক্ষতিকারক UVB রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে। তাই ত্বকের উপর ত্বকের ক্ষতিকারক প্রভাবও পড়ে না।
৩. জবা ফুলে উপস্থিত অ্য়ান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। মুখের দাগছোপও মলিন করে।
৪. এই ফুলের নির্যাসে অ্য়ান্টিইনফ্ল্যামেটরি উপাদান আপনার ত্বকের অন্দরের প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে ত্বকের অস্বস্তি ও লালভাব কমে খুব সহজেই।
৫. ত্বকের ক্ষত সারিয়ে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে জবা ফুল। তবে সংবেদনশীল ত্বকে জবা ফুল ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই শ্রেয়।