
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও ‘ভালো বোধ’ করছেন সানচেজ। প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জি-২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্প্যানিশ প্রেসিডেন্ট বলেন, ‘আজ বিকেলে আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি এবং জি-২০ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে যেতে পারব না। তবে আমি ভালো বোধ করছি। স্পেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ের মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।’