
কিং খানের ‘জওয়ান’ ভারতীয় ছায়াছবির ইতিহাসে নতুন সাফল্যের ইতিহাস লিখতে চলেছে।
ছবিটি মাত্র দুই দিনে ২০০ কোটির উপরে ব্যবসা করেছে। ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার।
গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর শাহরুখের ‘জওয়ান’ ছবিটি মুক্তি পেয়েছে। ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনেই শুধু দেশীয় বক্স অফিস থেকে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি। কিং খানের ছবিটি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ গত শুক্রবার বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটির বেশি আয় করেছে। ছবিটি মুক্তির প্রথম দিন দুনিয়াজুড়ে প্রায় ১৩০ কোটি টাকা ব্যবসা করেছে।
আর মুক্তির দুই দিনে ‘জওয়ান’ দেশ আর বিদেশ মিলিয়ে ২০০ কোটির অঙ্ক পার করে ফেলেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় দিনে ভারতে ৫৩ কোটি আয় করেছে জওয়ান যা শাহরুখের আগের সিনেমা পাঠানের প্রথম দিনের আয়ের প্রায় কাছাকাছি।
বাণিজ্য বিশ্লেষকরা ধারনা করছেন মুক্তির প্রথম সপ্তাহে জওয়ানের আয় ৫০০ কোটি ছাড়াবে। অনেকের মতে, মাত্র চারদিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি আয় করতে পারে জওয়ান যা আরেকটি রেকর্ড হয়ে উঠতে যাচ্ছে।