উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পুতিন

উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত জমকালো কুচকাওয়াজে যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার বড় মেয়ে। রাশিয়া ও চীনের একটি প্রতিনিধিদলও কুচকাওয়াজে অংশ নেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। জমকালো কুচকাওয়াজে অংশ নিয়েছেন আধা সামরিক বাহিনীর হাজারো সদস্য। ফুটিয়ে তোলা হয়েছে উত্তর কোরিয়ার পতাকা, রঙিন বর্ণে ফুটিয়ে তুলেছে ৭৫ সংখ্যাটি। কুচকাওয়াজে বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়, যা দেখে কিম জং উন উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী হয়, যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। অনুষ্ঠানে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সবদিক থেকে আরও দৃঢ় হবে। উল্লেখ্য, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন বলে জানা গেছে। এ

ই সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন পুতিন

আপডেট সময় : ১২:৪৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত জমকালো কুচকাওয়াজে যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার বড় মেয়ে। রাশিয়া ও চীনের একটি প্রতিনিধিদলও কুচকাওয়াজে অংশ নেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। জমকালো কুচকাওয়াজে অংশ নিয়েছেন আধা সামরিক বাহিনীর হাজারো সদস্য। ফুটিয়ে তোলা হয়েছে উত্তর কোরিয়ার পতাকা, রঙিন বর্ণে ফুটিয়ে তুলেছে ৭৫ সংখ্যাটি। কুচকাওয়াজে বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়, যা দেখে কিম জং উন উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী হয়, যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। অনুষ্ঠানে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সবদিক থেকে আরও দৃঢ় হবে। উল্লেখ্য, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন বলে জানা গেছে। এ

ই সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা।