যাঁদের ঘরে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসর শেষ হল গত শুক্রবার। আর তারই সাথে আমরা পেয়ে গেলাম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২ এর ফলাফল। 

যদিও এইবারের ফলাফল কি হবে তা অনেকটা আন্দাজ করা গিয়েছিল আগেই, এবং অনেক ক্ষেত্রে সেই ধারণা সত্যিও হয়েছে। চলুন এখন সেই ফলাফলটা জেনে নেওয়া যাক। 

২০২২ সালে সবথেকে আলোচিত সিনেমা ছিল “হাওয়া” এবং এই “হাওয়া” সিনেমা এইবার অনেক পুরস্কার জিতে নিয়েছে। “হাওয়া” সিনেমার কারণে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, আবার নাজিফা তুষি পেয়েছে্ন সেরা অভিনেত্রীর পুরস্কার। এই সবকিছুই সম্ভব হয়েছে “হাওয়া” পরিচালকের জন্য, আর সেই পরিচালকই যদি পুরস্কার না পায় তাহলে কি হবে? “হাওয়া” সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারও গেছে পরিচালক মেজবাউর রহমান সুমনের ঝুলিতে।

এবার আসা যাক ২০২২ সালের সব থেকে বেশি আলোচিত নাটকে। পুনর্জন্ম-৩ এর কারণে আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী যথাক্রমে সেরা টিভি অভিনেতা এবং সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বিনোদনের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গান। পরান সিনেমার গান “চলো নিরালায়”-এর জন্য আতিয়া আনিসা পুরস্কার পেয়েছে সেরা গায়িকা হিসেবে এবং সবার প্রিয় গান “সাদা সাদা কালা কালা” এর জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছে মৃধা শিবলু। পরান সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম।

সবশেষে মেরিল-প্রথম আলো ২০২২ সমালোচক পুরস্কার নিয়েও একটু কথা হয়ে যাক। সেরা ওয়েব সিরিজের জন্য পুরস্কার পেয়েছে “শাটিকাপ” ওয়েব সিরিজটি। এরপর সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরিতে “আড়াল” নিয়ে গেছে একই সাথে তিনটি পুরস্কার। সেরা চিত্রনাট্যকার হিসেবে আল আমিন হাসান নির্ঝর, সেরা নির্দেশক হিসেবে নাজমুল নবীন এবং সেরা অভিনেতা হিসেবে প্রীতম হাসান পুরস্কার পেয়েছেন। 

চলচ্চিত্র ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে “দুই দিনের দুনিয়া” ওয়েব ফিল্মের কারণে সেরা অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী আরেকটি মেরিল-প্রথম আলো পুরস্কার পায়। গালিবের প্রেম ও বসন্তের কাব্য নামে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর আসন জয় করে নিয়েছেন নাজিয়া হক অর্ষা। 

তো এই ছিল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২ এর সারসংক্ষেপ। বলা চলে, সবথেকে বেশি পুরস্কার গেছে এইবার “হাওয়া” এবং “আড়াল” এর ঘরে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাঁদের ঘরে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

আপডেট সময় : ১২:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসর শেষ হল গত শুক্রবার। আর তারই সাথে আমরা পেয়ে গেলাম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২ এর ফলাফল। 

যদিও এইবারের ফলাফল কি হবে তা অনেকটা আন্দাজ করা গিয়েছিল আগেই, এবং অনেক ক্ষেত্রে সেই ধারণা সত্যিও হয়েছে। চলুন এখন সেই ফলাফলটা জেনে নেওয়া যাক। 

২০২২ সালে সবথেকে আলোচিত সিনেমা ছিল “হাওয়া” এবং এই “হাওয়া” সিনেমা এইবার অনেক পুরস্কার জিতে নিয়েছে। “হাওয়া” সিনেমার কারণে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, আবার নাজিফা তুষি পেয়েছে্ন সেরা অভিনেত্রীর পুরস্কার। এই সবকিছুই সম্ভব হয়েছে “হাওয়া” পরিচালকের জন্য, আর সেই পরিচালকই যদি পুরস্কার না পায় তাহলে কি হবে? “হাওয়া” সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারও গেছে পরিচালক মেজবাউর রহমান সুমনের ঝুলিতে।

এবার আসা যাক ২০২২ সালের সব থেকে বেশি আলোচিত নাটকে। পুনর্জন্ম-৩ এর কারণে আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী যথাক্রমে সেরা টিভি অভিনেতা এবং সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বিনোদনের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গান। পরান সিনেমার গান “চলো নিরালায়”-এর জন্য আতিয়া আনিসা পুরস্কার পেয়েছে সেরা গায়িকা হিসেবে এবং সবার প্রিয় গান “সাদা সাদা কালা কালা” এর জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছে মৃধা শিবলু। পরান সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম।

সবশেষে মেরিল-প্রথম আলো ২০২২ সমালোচক পুরস্কার নিয়েও একটু কথা হয়ে যাক। সেরা ওয়েব সিরিজের জন্য পুরস্কার পেয়েছে “শাটিকাপ” ওয়েব সিরিজটি। এরপর সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরিতে “আড়াল” নিয়ে গেছে একই সাথে তিনটি পুরস্কার। সেরা চিত্রনাট্যকার হিসেবে আল আমিন হাসান নির্ঝর, সেরা নির্দেশক হিসেবে নাজমুল নবীন এবং সেরা অভিনেতা হিসেবে প্রীতম হাসান পুরস্কার পেয়েছেন। 

চলচ্চিত্র ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে “দুই দিনের দুনিয়া” ওয়েব ফিল্মের কারণে সেরা অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী আরেকটি মেরিল-প্রথম আলো পুরস্কার পায়। গালিবের প্রেম ও বসন্তের কাব্য নামে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর আসন জয় করে নিয়েছেন নাজিয়া হক অর্ষা। 

তো এই ছিল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২ এর সারসংক্ষেপ। বলা চলে, সবথেকে বেশি পুরস্কার গেছে এইবার “হাওয়া” এবং “আড়াল” এর ঘরে।