
বলিউডে খান সাহেবদের মুড বোঝা দুষ্কর। একজনের পর একজন সারপ্রাইজ দেওয়াটা এদের অভ্যাসে পরিণত হয়েছে। এবার জানা গেল, বলিউড সুপারস্টার আমির খান নাকি বাংলা সিনেমা প্রযোজনা করছেন! আর তার এই প্রযোজিত সিনেমায় নায়িকা হচ্ছেন আমাদের দেশের প্রিয় মুখ ফারিন। এই সিনেমাটি পরিচালনা করবেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও।
সিনেমাটিতে ফারিনের সঙ্গে জুটি বাধতে চলেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। ছবিতে আরও রয়েছেন সবার প্রিয় সব্যসাচী চক্রবর্তী ও মমতা শস্কর। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় আসন্ন পূজোর পরেই শুটিংয়ে গড়াবে এই সিনেমাটি। সিনেমাটির নাম “পাত্রী চাই”।
জানা গেছে, বিপ্লব গোস্বামীর চিত্রনাট্যে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।