
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষনের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোথলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীর নানি রাজিয়া বেগম জানায়, শিশুটির বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সে কারণে তার নাতনি নানা বাড়িতে থেকে পড়ালেখা করে। সোমবার দুপুর দেড়টার দিকে সে (তার নানি) গোসল করতে গেলে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে একই বাড়ির মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার (৪৫) গামছা দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করেছে।