
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শিয়ালজানি খাল থেকে একটি যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যুবকটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম হোসেন (২৪)। তিনি উপজেলার বাবুল দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনে। এ সময় নিহত যুবকের পরিচয়ও শনাক্ত করা হয়।তিন বছর আগে হোসেনের বাবা মারা যান। মা ঢাকায় কাজ করেন।
হোসেন ড্যান্ডিসহ বিভিন্ন নেশা সেবন করতেন। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, যুবকের মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে