তিনটি দেশ ইউরোপ থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখলো

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছেন, পাঁচটি সদস্য রাষ্ট্রে ইউক্রেনের শস্য আমদানি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া বিষয়টির তাৎক্ষণিক বিরোধিতা করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞার মেয়াদ অবসানের বিষয়ে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্যমান ব্যবস্থাগুলো আজ শেষ হয়ে যাবে।’ এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ বলছে, ‘ইউক্রেনের সীমান্তবর্তী পাঁচ সদস্য রাষ্ট্রের বাজার পরিস্থিতির বিকৃতি আর নেই।’
ইইউ কমিশন বলেছে, ‘শস্যের সরবরাহ বৃদ্ধি এড়াতে’ ৩০ দিনের মধ্যে রপ্তানি লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে কিয়েভ সম্মত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস সদস্য দেশগুলোকে একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি সবাইকে চুক্তিমতো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু আশ্বাস সত্ত্বেও পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ঘোষণা দেয়, তারা তাদের দেশে ইউক্রেনের শস্য আমদানির নিষেধাজ্ঞা বাড়িয়ে দেবে। পোলিশ সরকারের মুখপাত্র পিওটর মুলার দেশটির সংবাদ সংস্থা পিএপিকে বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। দেশের কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমরা জাতীয় ব্যবস্থা প্রবর্তন করছি।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিনটি দেশ ইউরোপ থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখলো

আপডেট সময় : ০১:৪১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছেন, পাঁচটি সদস্য রাষ্ট্রে ইউক্রেনের শস্য আমদানি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া বিষয়টির তাৎক্ষণিক বিরোধিতা করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞার মেয়াদ অবসানের বিষয়ে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্যমান ব্যবস্থাগুলো আজ শেষ হয়ে যাবে।’ এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ বলছে, ‘ইউক্রেনের সীমান্তবর্তী পাঁচ সদস্য রাষ্ট্রের বাজার পরিস্থিতির বিকৃতি আর নেই।’
ইইউ কমিশন বলেছে, ‘শস্যের সরবরাহ বৃদ্ধি এড়াতে’ ৩০ দিনের মধ্যে রপ্তানি লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে কিয়েভ সম্মত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস সদস্য দেশগুলোকে একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি সবাইকে চুক্তিমতো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু আশ্বাস সত্ত্বেও পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ঘোষণা দেয়, তারা তাদের দেশে ইউক্রেনের শস্য আমদানির নিষেধাজ্ঞা বাড়িয়ে দেবে। পোলিশ সরকারের মুখপাত্র পিওটর মুলার দেশটির সংবাদ সংস্থা পিএপিকে বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। দেশের কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমরা জাতীয় ব্যবস্থা প্রবর্তন করছি।’