দীপিকার চুম্বন দৃশ্যে রণবীরের মন্ত্যব্য

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭১৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলছে ‘জওয়ান’ সিনেমা। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের মাঝে বেশ উন্মাদনা ছিল । শাহরুখ খানের মানেই তো অনুরাগীদের উন্মাদনা।
সেই প্রমাণ মিলেছে ব্যবসার পরিসংখ্যানেও। বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে শাহরুখের এই সিনেমা।
সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ খান। সেখানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি এবং পরিচালক অ্যাটলি। সিনেমাতে ‘জওয়ান’-এর প্রমিলা বাহিনীর অংশ সান্যা মলহোত্র, ঋদ্ধি ডোগরা, লহের খানও ছিলেন। গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুনীল গ্রোভারও।
অনুষ্ঠান শেষে দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সিরিজ ফটো তুলে ধরেন, যেখানে তাকে একটি কালো সিকুইন্ড বর্ডার এবং একটি হল্টার নেক ব্লাউজসহ একটি সাদা শিফন শাড়িতে দেখা গেছে। তবে সবার নজর কেড়েছে ওই পোস্টের শেষ ছবি। যেখানে রণবীর সিং-এর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ইনস্টাগ্রামের ওই পোস্টে দীপিকাকে শাহরুখের গালে চুম্বন করতে দেখা যায়। ছবিটি শেয়ার করার পরপরই রণবীর মন্তব্য করেন। জওয়ানের গান চালেয়ার লাইন- ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়’ লিখে তিনি পজিটিভ প্রতিক্রিয়া জানান। অবশ্য এতে অনেক ভক্তরাই প্রশংসা করেছেন রণবীরের।
এদিকে, ‘জওয়ান’র সাংবাদিক সম্মেলনে দীপিকা বলেন, ‘আমি যখন হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করছিলাম তখন অ্যাটলি এবং শাহরুখ হায়দরাবাদে উড়ে এসে আমাকে সিনেমার পুরো ঘটনাটির বর্ণনা করেছিলেন। তারা আমাকে সিনেমাতে ঐশ্বর্যর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
প্রসঙ্গত, শাহরুখ ছাড়া ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীপিকার চুম্বন দৃশ্যে রণবীরের মন্ত্যব্য

আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলছে ‘জওয়ান’ সিনেমা। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের মাঝে বেশ উন্মাদনা ছিল । শাহরুখ খানের মানেই তো অনুরাগীদের উন্মাদনা।
সেই প্রমাণ মিলেছে ব্যবসার পরিসংখ্যানেও। বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে শাহরুখের এই সিনেমা।
সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ খান। সেখানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি এবং পরিচালক অ্যাটলি। সিনেমাতে ‘জওয়ান’-এর প্রমিলা বাহিনীর অংশ সান্যা মলহোত্র, ঋদ্ধি ডোগরা, লহের খানও ছিলেন। গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুনীল গ্রোভারও।
অনুষ্ঠান শেষে দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সিরিজ ফটো তুলে ধরেন, যেখানে তাকে একটি কালো সিকুইন্ড বর্ডার এবং একটি হল্টার নেক ব্লাউজসহ একটি সাদা শিফন শাড়িতে দেখা গেছে। তবে সবার নজর কেড়েছে ওই পোস্টের শেষ ছবি। যেখানে রণবীর সিং-এর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ইনস্টাগ্রামের ওই পোস্টে দীপিকাকে শাহরুখের গালে চুম্বন করতে দেখা যায়। ছবিটি শেয়ার করার পরপরই রণবীর মন্তব্য করেন। জওয়ানের গান চালেয়ার লাইন- ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়’ লিখে তিনি পজিটিভ প্রতিক্রিয়া জানান। অবশ্য এতে অনেক ভক্তরাই প্রশংসা করেছেন রণবীরের।
এদিকে, ‘জওয়ান’র সাংবাদিক সম্মেলনে দীপিকা বলেন, ‘আমি যখন হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করছিলাম তখন অ্যাটলি এবং শাহরুখ হায়দরাবাদে উড়ে এসে আমাকে সিনেমার পুরো ঘটনাটির বর্ণনা করেছিলেন। তারা আমাকে সিনেমাতে ঐশ্বর্যর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
প্রসঙ্গত, শাহরুখ ছাড়া ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।