৬ বছর পর রুমী-পড়শী একসঙ্গে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭২৮ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী আরফিন রুমী তার নতুন গানে সহশিল্পী সাবরিনা পড়শীর সঙ্গে জুটি বাঁধছেন। ৬ বছর পর নতুন কোনো গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে যাচ্ছেন দুজন।

আজ সোমবার ১৮ সেপ্টেম্বর পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হবে। ঠিক ১৩ বছর আগে ‘তোমারই পরশ’ শিরোনামে একটি গানে প্রথম একসঙ্গে জুটি বেধেঁছিল আরফিন রুমী ও পড়শী।

এবার ছয় বছর পর তারা ‘ওরে মন’ গান নিয়ে আসছেন। নতুন গান ‘ওরে মন’ প্রসঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় কথা হয় রুমীর সঙ্গে। তিনি বলেন, ‘গানটা সাধারণত ওই ধাঁচের, যেমনটা আমরা দুজন আগেও গেয়েছি। আমাদের সময় শুনেছিলাম, হাবিব–ন্যান্সি একটা চমৎকার জুটি। তেমনি অনেকে এমনও বলতেন, রুমী–পড়শীও গানের একটি সুন্দর জুটি। এই জুটির যে কয়টি গান প্রকাশিত হয়েছে, শ্রোতারা দারুণভাবে লুফে নিয়েছেন। রুমী বলেন, ‘ওরে মন’ গানের সুরটা তিনি দুই বছর আগে করেছিলেন। এরপর বেশ কয়েকবার তাতে পরিবর্তন এনেছেন।

তিনি জানান, গানটা প্রকাশের ব্যাপারে কোনো ধরনের তাড়াহুড়া ছিল না, তাই কিছুদিন পর শুনে যখনই মনে হতো, তখনই সংযোজন ও বিয়োজন করতেন। রুমী বলেন, ‘কিছুদিন আগে আমরা একটা সিদ্ধান্তে আসি, এখন যে অবস্থায় আছে, তাতে গানটি একেবারে পারফেক্ট। গানটা শ্রোতাদের মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করছি।’

‘ওরে মন’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন আরফিন রুমী।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ বছর পর রুমী-পড়শী একসঙ্গে

আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সংগীতশিল্পী আরফিন রুমী তার নতুন গানে সহশিল্পী সাবরিনা পড়শীর সঙ্গে জুটি বাঁধছেন। ৬ বছর পর নতুন কোনো গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে যাচ্ছেন দুজন।

আজ সোমবার ১৮ সেপ্টেম্বর পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হবে। ঠিক ১৩ বছর আগে ‘তোমারই পরশ’ শিরোনামে একটি গানে প্রথম একসঙ্গে জুটি বেধেঁছিল আরফিন রুমী ও পড়শী।

এবার ছয় বছর পর তারা ‘ওরে মন’ গান নিয়ে আসছেন। নতুন গান ‘ওরে মন’ প্রসঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় কথা হয় রুমীর সঙ্গে। তিনি বলেন, ‘গানটা সাধারণত ওই ধাঁচের, যেমনটা আমরা দুজন আগেও গেয়েছি। আমাদের সময় শুনেছিলাম, হাবিব–ন্যান্সি একটা চমৎকার জুটি। তেমনি অনেকে এমনও বলতেন, রুমী–পড়শীও গানের একটি সুন্দর জুটি। এই জুটির যে কয়টি গান প্রকাশিত হয়েছে, শ্রোতারা দারুণভাবে লুফে নিয়েছেন। রুমী বলেন, ‘ওরে মন’ গানের সুরটা তিনি দুই বছর আগে করেছিলেন। এরপর বেশ কয়েকবার তাতে পরিবর্তন এনেছেন।

তিনি জানান, গানটা প্রকাশের ব্যাপারে কোনো ধরনের তাড়াহুড়া ছিল না, তাই কিছুদিন পর শুনে যখনই মনে হতো, তখনই সংযোজন ও বিয়োজন করতেন। রুমী বলেন, ‘কিছুদিন আগে আমরা একটা সিদ্ধান্তে আসি, এখন যে অবস্থায় আছে, তাতে গানটি একেবারে পারফেক্ট। গানটা শ্রোতাদের মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করছি।’

‘ওরে মন’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন আরফিন রুমী।