
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গত ১৮ জুন একটি শিখ মন্দিরের বাইরে নিজ্জারকে গুলিতে হত্যা করা হয়েছিল। এবার দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। কানাডার গোয়েন্দারা নিজ্জার মৃত্যু ও ভারতের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র শনাক্ত করেছে।
সাম্প্রতিক জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন বলেও জানান তিনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যেকোনো ধরনের সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা অগ্রহণযোগ্য।’
সোমবার ট্রুডোর এমন মন্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের বলেন, কানাডা এই মামলায় ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য কানাডায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী জোলি বলেন, নিজ্জার হত্যাকাণ্ডের তদন্ত চলমান থাকার কারণে কর্মকর্তারা এই মামলার বিষয়ে জনসমক্ষে কথা বলায় সীমাবদ্ধতা রয়েছে।