
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলে সাত দিন ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে তিনজন সেনা ও একজন পুলিশ কর্মী মারা গেছেন। নিহত একজন জঙ্গিগোষ্ঠী লস্করের স্থানীয় কমান্ডার উজির খান বলে জানিয়েছেন কাশ্মীরের অতিরিক্ত ডিজিপি বিজয় কুমার। জঙ্গিরা অনন্তনাগের গাদোলের ঘন জঙ্গলে লুকিয়ে থাকায় এতদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করতে পেরেছে। তিন জঙ্গির কাছে প্রচুর অস্ত্রশস্ত্র ছিল বলে জানা গেছে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ও পুলিশের ডেপুটি এসপি হিমায়ন ভাটসহ চারজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) এই সংঘর্ষ শুরু হয়। সেনা ও পুলিশ মিলে কাশ্মীরে গাদোলের জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। তাদের কাছে খবর ছিল, লস্করের তিন জঙ্গি জঙ্গলে আশ্রয় নিয়েছে। তারপর শুরু হয় প্রবল লড়াই।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, রোববার একজন জঙ্গির পোড়া দেহ উদ্ধার করা হয়েছিল। তার নাম উজির খান। তিনি লস্করের কমান্ডার। এক বছর আগে তিনি লস্করে যোগ দিয়েছিলেন।
এডিজি বিজয় কুমার বলেন, ‘তল্লাশি অভিযান চলবে। তৃতীয় জঙ্গির মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। তাছাড়া জঙ্গলে অবিস্ফোরিত মর্টার শেল পড়ে আছে। তাই স্থানীয় মানুষকে সাবধান করা হয়েছে, তারা যেন এখন জঙ্গলে না যান।’
এই অভিযানে হাজারেরও বেশি সেনা ও পুলিশ অংশ নিয়েছিল বলে জানানো হয়েছে। তাছাড়া প্যারাট্রুপারও নামানো হয়েছিল।