
এক মিনিটেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটিতে ৬.২ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে দেশটির ওয়েবসাইট জিওনেটে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৯.১৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণ দ্বীপের শহরটিতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। সে সময় ১৮৫ জন মারা গিয়েছিল এবং শহরটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল।
সূত্র: ডেইলি মেইল