ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা

  • বাংলাপ্রেস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন ঢাকায় কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ড. ভিভিয়ান বালাকৃষ্ণন এ ঘোষণা দেন। বৈঠকটি জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে। পাশাপাশি তিনি সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের ঘোষণা

আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন ঢাকায় কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ড. ভিভিয়ান বালাকৃষ্ণন এ ঘোষণা দেন। বৈঠকটি জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে। পাশাপাশি তিনি সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।