
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন ঢাকায় কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ড. ভিভিয়ান বালাকৃষ্ণন এ ঘোষণা দেন। বৈঠকটি জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে। পাশাপাশি তিনি সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।