কেমন চমক দেখাবে খুফিয়া?

খুফিয়া – নাম শুনেই বোঝা যাচ্ছে যে কি নিয়ে হতে যাচ্ছে সিনেমাটি। এক টান টান উত্তেজনার সিনেমা হবে খুফিয়া তা নিঃসন্দেহে বলা যাই। আপকামিং বলিউড ফিল্ম খুফিয়ার পুরো ট্রেইলার জুড়েই ছিল টুইস্টের পর টুইস্ট।

ভারতের গোয়েন্দা সংস্থা “র” কে নিয়েই এই সিনেমার প্লট সাজানো হয়েছে। মূল বিষয় বস্তু হচ্ছে “র” তে একজন স্পাই থাকে যে কিনা ”র” এর গোপন তথ্য বাহিরে পাচার করে। কে বা কারা এই কাজের সাথে জড়িত আছে তাদের খোঁজে বের করাই মূল উদ্দেশ্য এবং এই কাজের জন্য যাকে সিলেক্ট করা হয়েছে তিনি হচ্ছেন ক্রিশনা মেহরা (Krishna Mehra) যাকে সংক্ষেপে সবাই KH নামে চিনে। প্রাথমিক অবস্থাই যাকে সন্দেহ করা হয় তিনি হচ্ছেন রাবি মোহান (Ravi Mohan)। রাবি মোহান এজেন্সির সব থেকে গোপন গোপন কাগজগুলো ফটোকপি করে বাহিরে নিয়ে যাই। আর সেই কারণে তার উপর বিশেষ নজর রাখা হয়, এমনকি তার পরিবারের উপরও নজর রাখা শুরু হয়ে যাই। 

এভাবেই সামনে এগোতে থাকে সিনেমার প্লট আর এই সিনেমায় দেখা যাবে আলোচিত অভিনেত্রী হচ্ছেন আজমেরী হক বাঁধনকে। 

এই সিনেমাটি কিন্তু একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাই যেই যেই অকল্পনীয় মুহূর্তগুলো আপনি সিনেমাই দেখতে পাবেন তার মধ্যে অনেক কিছুর সাথেই বাস্তবতার সংযোগ রয়েছে। এখন মূল কাহিনী কি বা “র” এর সাথে কে গাদ্দারী করেছে বা কে হচ্ছে দেশদ্রোহী তা সিনেমা দেখার মাধ্যমেই জানা যাবে। আর তার জন্যও যে অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হবে এমনটা না।

আগামী ৫ই অক্টোবর খুফিয়া রিলিজ হতে যাচ্ছে। তাই অক্টোবরের ৫ তারিখই জানা যাবে যে আসল রহস্যটা কি। এখন সময়ই বলে দিবে যে কেমন চমক দেখাবে খুফিয়া। 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেমন চমক দেখাবে খুফিয়া?

আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

খুফিয়া – নাম শুনেই বোঝা যাচ্ছে যে কি নিয়ে হতে যাচ্ছে সিনেমাটি। এক টান টান উত্তেজনার সিনেমা হবে খুফিয়া তা নিঃসন্দেহে বলা যাই। আপকামিং বলিউড ফিল্ম খুফিয়ার পুরো ট্রেইলার জুড়েই ছিল টুইস্টের পর টুইস্ট।

ভারতের গোয়েন্দা সংস্থা “র” কে নিয়েই এই সিনেমার প্লট সাজানো হয়েছে। মূল বিষয় বস্তু হচ্ছে “র” তে একজন স্পাই থাকে যে কিনা ”র” এর গোপন তথ্য বাহিরে পাচার করে। কে বা কারা এই কাজের সাথে জড়িত আছে তাদের খোঁজে বের করাই মূল উদ্দেশ্য এবং এই কাজের জন্য যাকে সিলেক্ট করা হয়েছে তিনি হচ্ছেন ক্রিশনা মেহরা (Krishna Mehra) যাকে সংক্ষেপে সবাই KH নামে চিনে। প্রাথমিক অবস্থাই যাকে সন্দেহ করা হয় তিনি হচ্ছেন রাবি মোহান (Ravi Mohan)। রাবি মোহান এজেন্সির সব থেকে গোপন গোপন কাগজগুলো ফটোকপি করে বাহিরে নিয়ে যাই। আর সেই কারণে তার উপর বিশেষ নজর রাখা হয়, এমনকি তার পরিবারের উপরও নজর রাখা শুরু হয়ে যাই। 

এভাবেই সামনে এগোতে থাকে সিনেমার প্লট আর এই সিনেমায় দেখা যাবে আলোচিত অভিনেত্রী হচ্ছেন আজমেরী হক বাঁধনকে। 

এই সিনেমাটি কিন্তু একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাই যেই যেই অকল্পনীয় মুহূর্তগুলো আপনি সিনেমাই দেখতে পাবেন তার মধ্যে অনেক কিছুর সাথেই বাস্তবতার সংযোগ রয়েছে। এখন মূল কাহিনী কি বা “র” এর সাথে কে গাদ্দারী করেছে বা কে হচ্ছে দেশদ্রোহী তা সিনেমা দেখার মাধ্যমেই জানা যাবে। আর তার জন্যও যে অনেকটা সময় ধরে অপেক্ষা করতে হবে এমনটা না।

আগামী ৫ই অক্টোবর খুফিয়া রিলিজ হতে যাচ্ছে। তাই অক্টোবরের ৫ তারিখই জানা যাবে যে আসল রহস্যটা কি। এখন সময়ই বলে দিবে যে কেমন চমক দেখাবে খুফিয়া।