দেবের “বাঘা যতীন” এর নতুন লুকে উত্তাল নেটপাড়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৯৭ বার পড়া হয়েছে

বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে দেখা যাবে টালিউডের অভিনেতা দেব অধিকারীকে।

এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ন বদলে ফেলেছেন তিনি। ইতোমধ্যেই বাঘা যতীন চরিত্রের বিভিন্ন লুক প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাথাভর্তি লম্বা চুল। একগাল অপরিচ্ছন্ন দাড়ি। মুখজুড়ে ক্ষতবিক্ষত দাগ। কম্বলে ঢাকা শরীর। চোখের দৃষ্টি স্থির। দেখেই মনে হচ্ছে পথের কোনো ভিক্ষুক। কিন্তু আসলে তা নয়। আসলে এই ছবিটি ‘বাঘা যতীন’ সিনেমাতে দেবের নতুন লুক।

নির্মাতা অরুণ রায় সামাজিকমাধ্যম ফেসবুকে এই বিশেষ লুক প্রকাশ করে লিখেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। আমরা বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি এই দুর্গা পুজোয়। ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই ছদ্মবেশ ব্যবহার করতেন। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি।

এই সিনেমাতে বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও তাই একাধিক লুক দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে এর আগেও তিনি নিজেকে একাধিক বার ভেঙেছেন। কিন্তু এই প্রথম কোনো একটি সিনেমাতে এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন দেব। দেবের এই বিশেষ লুকের পিছনে রয়েছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবের “বাঘা যতীন” এর নতুন লুকে উত্তাল নেটপাড়া

আপডেট সময় : ১০:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে দেখা যাবে টালিউডের অভিনেতা দেব অধিকারীকে।

এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ন বদলে ফেলেছেন তিনি। ইতোমধ্যেই বাঘা যতীন চরিত্রের বিভিন্ন লুক প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাথাভর্তি লম্বা চুল। একগাল অপরিচ্ছন্ন দাড়ি। মুখজুড়ে ক্ষতবিক্ষত দাগ। কম্বলে ঢাকা শরীর। চোখের দৃষ্টি স্থির। দেখেই মনে হচ্ছে পথের কোনো ভিক্ষুক। কিন্তু আসলে তা নয়। আসলে এই ছবিটি ‘বাঘা যতীন’ সিনেমাতে দেবের নতুন লুক।

নির্মাতা অরুণ রায় সামাজিকমাধ্যম ফেসবুকে এই বিশেষ লুক প্রকাশ করে লিখেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। আমরা বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি এই দুর্গা পুজোয়। ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই ছদ্মবেশ ব্যবহার করতেন। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি।

এই সিনেমাতে বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও তাই একাধিক লুক দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে এর আগেও তিনি নিজেকে একাধিক বার ভেঙেছেন। কিন্তু এই প্রথম কোনো একটি সিনেমাতে এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন দেব। দেবের এই বিশেষ লুকের পিছনে রয়েছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।