ধানমন্ডিতে দোকানি-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে আহত ৮

  • বাংলাপ্রেস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭১৯ বার পড়া হয়েছে

ধানমন্ডি ববীন্দ্র সরোবর

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাকবিতণ্ডার জেরে দোকানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন আটজন ঢাবি শিক্ষার্থী। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ (২০) সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)। আহত শিক্ষার্থীরা জানান, দোকান কর্মচারীর সঙ্গে বসা নিয়ে তাদের এক বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারী ঢাবির নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেন। পরে ওই দুই শিক্ষার্থী তাদের সহপাঠীদের খবর দিলে তারা সবাই মিলে সেখানে যান। একপর্যায়ে সব দোকান কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোঁটা, রড, বাঁশ দিয়ে তাদের মারধর করেন। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে দোকানির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে থানায় এখনো অভিযোগ করা হয় নি বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে দোকানি-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষে আহত ৮

আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাকবিতণ্ডার জেরে দোকানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন আটজন ঢাবি শিক্ষার্থী। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ (২০) সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)। আহত শিক্ষার্থীরা জানান, দোকান কর্মচারীর সঙ্গে বসা নিয়ে তাদের এক বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারী ঢাবির নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেন। পরে ওই দুই শিক্ষার্থী তাদের সহপাঠীদের খবর দিলে তারা সবাই মিলে সেখানে যান। একপর্যায়ে সব দোকান কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোঁটা, রড, বাঁশ দিয়ে তাদের মারধর করেন। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে দোকানির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে থানায় এখনো অভিযোগ করা হয় নি বলে জানান তিনি।