
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্ক্যানিং করে রাইস কুকারের মধ্যে বিশেষ কায়দায় আনা দেড় কোটি টাকার সোনা উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ শনিবার ২৩ সেপ্টেম্বর সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছেন। কাস্টমস গোয়েন্দা জানায়, গতকাল শুক্রবার ওমান থেকে একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দুটি নিয়ে আসেন। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয়, সেখানে এই ব্যাগ দুটি দীর্ঘ সময় পড়ে ছিল। শনিবার পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয় গোয়েন্দা কর্মকর্তাদের। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ সাংবাদিকদের খুদে বার্তায় জানান, ব্যাগ দুটি স্ক্যানিং করে রাইস কুকারের মধ্যে বিশেষ কায়দায় আনা সোনার অস্তিত্ব ধরা পড়ে।
এই সোনার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।