
রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থেকে এবং দুপুরে খিলগাঁও থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আব্দুল হান্নান (৩৮) ও নাসির হোসেন (৩৫)। মৃত. হান্নানের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহম্মেদ টিটু উল্লেখ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দামলা গ্রামের মৃত. আব্দুল মতিনের সন্তান তিনি। থাকতেন যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা নয়নগরের খান প্যালেস নামে একটি বাড়িতে।হান্নান পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার বড় ভাই আব্দুল মান্নান ওই বাড়ির পার্কিংয়ে গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন হান্নান। তখন তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। এক পর্যায়ে তারা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এদিকে মৃত. নাসিরের শ্যালক সাব্বির সরদার জানান, নাসিরের বাড়ি ভোলা সদর উপজেলার আলগি গ্রামে। বর্তমানে স্ত্রী রোকসানা আক্তারকে নিয়ে খিলগাঁওয়ের সিপাহীবাগের ভূতের গলির একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন। সিএনজি অটোরিকশা চালাতেন তিনি। ২ মেয়ের বাবা নাসির ৪ থেকে ৫ মাস ধরে এক নারীর সাথে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান। তাকেও বিয়ে করবে বলে জানান। এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি চলছিল। অন্যদিকে ওই নারীও নাসিরকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এজন্য গত ৩ দিন ধরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করছিলেন নাসির।
সবশেষ শনিবার দুপুরে স্ত্রীর অগোচরে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। স্ত্রী দরজা বন্ধ দেখে পেছন দিকের জানলা দিয়ে উকি দিয়ে দেখেন ফাঁস লাগিয়ে ঝুলছেন নাসির। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। সঙ্গে সঙ্গে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসাইন জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।