
রাজধানীর বছিলা এলাকায় ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। আজ শনিবার ২৩ সেপ্টেম্বর সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত যাত্রীর নাম সেলিম (৩৫)। সেলিম পেশায় কসাই ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন কেরানীগঞ্জ এলাকায়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, হাজারীবাগ থানার বছিলা সেতুর ঢালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ডাম্প ট্রাক। এতে অটোরিকশার যাত্রী সেলিম ঘটনাস্থলে নিহত হন। আহত তিনজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত সেলিমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।