
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গভীররাতে কেউ তাকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে গেছে। নিহত যুবকের নাম রণি (৩২)।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর পালোয়ান বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রনি ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে। পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, ভোরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহের পাশে অনেকগুলো তাস পড়েছিল।
ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।