চূড়ান্ত স্কোয়াড ঘোষণা আসছে

ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। মাত্র দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে দলগুলো। কয়েকটি দেশ স্কোয়াডও ঘোষণা করেছে।

যদিও বাংলাদেশ এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। আজ ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে সাকিব বাহিনী। আসামের গৌহাটিতে ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর এবং বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে। সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপের ১৫ চূড়ান্ত স্কোয়াডে থাকছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে। বাঁ-হাতি তামিম খেলবেন ওপেনিংয়ে। মাহমুদুল্লাহকে নেওয়া হচ্ছে মিডল অর্ডার ও একজন ফিনিশার হিসেবে।

স্কোয়াডে থাকছে ৫ পেসার-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিদ সাকিব। স্কোয়াডের অপরাপর সদস্য হতে পারেন সাকিব, তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা আসছে

আপডেট সময় : ০২:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। মাত্র দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে দলগুলো। কয়েকটি দেশ স্কোয়াডও ঘোষণা করেছে।

যদিও বাংলাদেশ এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। আজ ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে সাকিব বাহিনী। আসামের গৌহাটিতে ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর এবং বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে। সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপের ১৫ চূড়ান্ত স্কোয়াডে থাকছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে। বাঁ-হাতি তামিম খেলবেন ওপেনিংয়ে। মাহমুদুল্লাহকে নেওয়া হচ্ছে মিডল অর্ডার ও একজন ফিনিশার হিসেবে।

স্কোয়াডে থাকছে ৫ পেসার-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিদ সাকিব। স্কোয়াডের অপরাপর সদস্য হতে পারেন সাকিব, তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।