
‘সরকার পতনের এক দফা দাবিতে’ ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে আজ বৃহস্পতিবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় গত সোমবার সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, ওই দিন পুলিশ সমাবেশের মঞ্চ ভেঙে ফেলে। পরে সেদিনের সমাবেশ বাতিল করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুসারে আজ আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে আজ বেলা ২টায় শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এই সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সমাবেশস্থলে আসছে। এতে মহাসড়কের উভয় পাশের লেনে যানবাহন ধীরগতিতে চলছে।