
রণবীর এবার হাজির নতুন সিনেমা ‘অ্যানিমেল’ নিয়ে। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। সন্দীপ রেড্ডির ‘ভাঙ্গা’ ছবিতে অন্য রকমভাবে দেখা গেছে অভিনেতাকে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রকস্টার’ থেকে ‘তামাশা’—রণবীর কাপুর মূলত রোমান্টিক নায়ক হিসেবেই পরিচিত। বেশির ভাগ নির্মাতাই পর্দায় তাঁর রোমান্টিক ইমেজ কাজে লাগাতে চান।
কিন্তু ‘অ্যানিমেল’-এ দেখা গেছে উল্টোটাই। টিজারের শুরুতে অবশ্য তাঁকে রাশমিকা মান্দানার সঙ্গে তাঁকে রোমান্টিক আমেজেই দেখা যায়। কিন্তু যতই টিজার সামনে এগোতে থাকে, রণবীরের ভয়ংকর লুক প্রকাশ্যে আসে।