
ঢাকার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লীগ জন্ম দিয়েছে অপ্রীতিকর ঘটনার। খেলার মাঠে হয়েছে হাতাহাতি, মারামারি ও হুমকির মতো ঘটনাও। খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয়জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলাকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।
বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ–উদ্দীপনায় ক্রিকেটীয় লড়াইয়ে দেখা গেছে। কিন্তু গতকাল গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে গতকাল রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন চিত্রনায়িকা রাজ রিপা।এদিকে দুই দলের মধ্যে সৃষ্ট মারামারিতে আহত ব্যক্তিদের রাতেই ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন! একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
মোস্তফা কামাল রাজ ও তাঁর দলের সবাই মারামারিতে জড়ানোর পরপরই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাঁদের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’। সপ্তাহের বেশি সময় ধরে প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই আয়োজনের আজ সমাপনী দিন। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।