অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাঘিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ পাওয়া গিয়েছে।

গতকাল শনিবার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাঘিয়া বারেক রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। নিহতের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া এলাকার মৃত সাহা আলীর ছেলে। কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, আমিনুল ইসলাম গতকাল রাতে অটোরিকশা নিয়ে বাঘিয়া বারেক রোড এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে থানা–পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখানে অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা টাকাপয়সা ও অটোরিকশাটি ঘটনাস্থলেই ছিল। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাঘিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ পাওয়া গিয়েছে।

গতকাল শনিবার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাঘিয়া বারেক রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। নিহতের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া এলাকার মৃত সাহা আলীর ছেলে। কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, আমিনুল ইসলাম গতকাল রাতে অটোরিকশা নিয়ে বাঘিয়া বারেক রোড এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে থানা–পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখানে অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা টাকাপয়সা ও অটোরিকশাটি ঘটনাস্থলেই ছিল। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।