
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেলো বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমার ট্রেলার।
আজ রোববার( ১ অক্টোবর) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’র ট্রেলার। ট্রেলারে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি মূলত বাংলাদেশের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে কেন্দ্র করে নির্মিত।
মুজিব শতবর্ষ উদযাপনে নির্মিত এ সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ এবং আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর অভিনয় করেছেন।
আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ (একটি জাতির রূপকার)।