
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা। রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফী বিন মোর্তুজা। বাংলাদেশকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে ম্যাশ বলেন, বাংলাদেশ খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন তিনি।