
আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের ধলা এলাকায় আয়োজিত হচ্ছে বিএনপি সমাবেশ ও রোডমার্চ। এই রোডমার্চে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন।
আজ রোববার সকাল ৯টা ৪৩ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চের আনুষ্ঠানিকতা। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
দলীয় সূত্রে জানা যায়, বগার বাজার থেকে রোডমার্চটি কিশোরগঞ্জ বাইপাসে গিয়ে শেষ হবে। ১১৪ কিলোমিটার এ রোডমার্চে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জে সভা হবে। রোডমার্চের শুরুতে বগার বাজারে পথসভাটির আয়োজন করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। রোডমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে।