
চাঁদপুরের কচুয়ায় বাসচাপায় এক ছাত্রদল নিহত হয়েছেন। নিহতের নাম ওমর ফারুক মায়া (৩৫)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে নিহত হন তিনি।
আজ সোমবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুয়ার ঘাঘরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ফারুক পেশায় পশু চিকিৎসক ছিলেন। নিহতের বাবা মো. হাবিবউল্লাহ জানান, ওমর ফারুক একটি মামলার হাজিরা দিতে চাঁদপুরে যাচ্ছিল। পথে এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল আল আরাফা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ছাত্রদল নেতা ওমর ফারুকের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।