
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে, ১ দফা দাবি আদায়ে গত ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে তারুন্যের রোড মার্চে নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসন থেকে শত শত দলীয় নেতাকর্মী সাথে নিয়ে একটি বিশাল বহরের নেতৃত্ব দিয়ে ,অংশগ্রহন করে চমক সৃষ্টি করেছেন আটপাড়া ও কেন্দুয়ার গণমানুষের নেতা নামে পরিচিত রোটারিয়ান এম নাজমুল হাসান। উক্ত রোডমার্চে নান্দাইল চৌরাস্তায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।এ সময় দলীয় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ।এ সময় তিনি তার বক্তব্যে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই খুনি ফ্যাসিস্ট সরকারের পতনের সময় এসে গেছে। দেশের সর্বস্ব লুট করে ,দেশকে পংগু বানিয়েছে এই সরকার। তিনি বলেন অবিলম্বে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে পদত্যাগ করুন নয়তো দেশের মানুষ আপনাদের উচিৎ শিক্ষা দেবে। হাজার হাজার মানুষের অংশগ্রহনে রোড মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জে সমাপনী পথ সভার মাধ্যমে সফল ভাবে শেষ হয়।