রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করা হয়। আজ সকাল থেকে দেখা যায়, অনেক যাত্রী রাজবাড়ীর মুরগির ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়াঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে ঢাকা যাচ্ছেন। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গোল্ডেন লাইন রাজবাড়ীতে জোরপূর্বক বাস চালানোর কারণে আমাদের বাস মালিকসহ শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়। রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের প্রতিদিন দুটি ট্রিপ চালানোর কথা। কিন্তু দুটির স্থানে তারা ছয়টি ট্রিপও চালিয়েছে। এতে আমরা বাধা দেয়ায় তারা আমাদের গাবতলীর সব বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, রোববার (০১ অক্টোবর) রাতে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে রাজবাড়ীর সব বাস কাউন্টার তালা দিয়ে রাজবাড়ী থেকে সব পরিবহনের বাস ঢাকায় না যাওয়ার জন্য হুমকি দেয়। যে কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৭:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করা হয়। আজ সকাল থেকে দেখা যায়, অনেক যাত্রী রাজবাড়ীর মুরগির ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়াঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে ঢাকা যাচ্ছেন। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গোল্ডেন লাইন রাজবাড়ীতে জোরপূর্বক বাস চালানোর কারণে আমাদের বাস মালিকসহ শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়। রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের প্রতিদিন দুটি ট্রিপ চালানোর কথা। কিন্তু দুটির স্থানে তারা ছয়টি ট্রিপও চালিয়েছে। এতে আমরা বাধা দেয়ায় তারা আমাদের গাবতলীর সব বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, রোববার (০১ অক্টোবর) রাতে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে রাজবাড়ীর সব বাস কাউন্টার তালা দিয়ে রাজবাড়ী থেকে সব পরিবহনের বাস ঢাকায় না যাওয়ার জন্য হুমকি দেয়। যে কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।