রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্রগোষ্ঠীর সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর রাতে আরএসওর সদস্যরা উখিয়ার বালুখালী ক্যাম্পে গুলি ও জবাই করে আরসার শীর্ষ কমান্ডার মো. ইউসুফকে (৩৮) হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে জামতলী আশ্রয়কেন্দ্রে আরএসওর সদস্য মো. আরাফাতকে ছুরিকাঘাতে খুন করে আরসার সদস্যরা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, বালুখালী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ হয়। সেখানে ইউসুফ নামের একজন নিহত হন। তিনি বালুখালী আশ্রয়শিবিরে বাসিন্দা। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ৩ অক্টোবর গভীর রাতে বালুখালী আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষ ৩০ থেকে ৩৫টি গুলিবিনিময় করে। এ সময় আরএসওর সদস্যদের ছোড়া গুলিতে আরসার শীর্ষ কমান্ডার মো. ইউসুফ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে তাঁকে জবাই করে হত্যা করা হয়। এরপর এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে আরসার সদস্যরা উখিয়ার পালংখালীর জামতলী আশ্রয়শিবিরে আরএসওর সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আরাফাত নামে আরএসওর এক কিশোর সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরসা সদস্যরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আজ বুধবার সকালে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্রগোষ্ঠীর সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর রাতে আরএসওর সদস্যরা উখিয়ার বালুখালী ক্যাম্পে গুলি ও জবাই করে আরসার শীর্ষ কমান্ডার মো. ইউসুফকে (৩৮) হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে জামতলী আশ্রয়কেন্দ্রে আরএসওর সদস্য মো. আরাফাতকে ছুরিকাঘাতে খুন করে আরসার সদস্যরা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, বালুখালী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ হয়। সেখানে ইউসুফ নামের একজন নিহত হন। তিনি বালুখালী আশ্রয়শিবিরে বাসিন্দা। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ৩ অক্টোবর গভীর রাতে বালুখালী আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষ ৩০ থেকে ৩৫টি গুলিবিনিময় করে। এ সময় আরএসওর সদস্যদের ছোড়া গুলিতে আরসার শীর্ষ কমান্ডার মো. ইউসুফ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে তাঁকে জবাই করে হত্যা করা হয়। এরপর এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে আরসার সদস্যরা উখিয়ার পালংখালীর জামতলী আশ্রয়শিবিরে আরএসওর সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আরাফাত নামে আরএসওর এক কিশোর সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরসা সদস্যরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আজ বুধবার সকালে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।