
২০২১ সালের ‘জয় ভীম’ সিনেমার পরিচালক গনাভেলের হাত ধরে ৩২ বছর পর একসঙ্গে বড় পর্দায় আসছেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। এটি হবে রজনীকান্তের ১৭০ তম সিনেমা।
সিনেমাটিতে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভারতীয় সিনেমার “শাহেনশাহ”কে আমাদের সিনেমায় স্বাগত জানাচ্ছি। তিনি আমাদের সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন।’ এটি হতে যাচ্ছে ভারতের সিনেমার অন্যতম ব্যবসাসফল সিনেমা, এমন মন্তব্যও করেছেন ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে।
এতে মুসলিম পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। গতকাল কেরালার লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তারকাবহুল এ সিনেমায় আরও আছেন ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতী, মঞ্জু ওয়ারিয়ারের মতো অভিনেতারা।