বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে- প্রধানমন্ত্রী

প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে প্রতিষ্ঠা পেতে কাজ করছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। থার্ড টার্মিনাল নির্মাণে সহযোগিতা করায় জাপান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানয় প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এক সময় শাহজালাল বিমানবন্দর হবে আন্তর্জাতিক বিমান যোগাযোগের হাব। সবাই এখানে আসবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। কোভিডের অতিমারি সত্ত্বেও নির্মাণকাজ চলেছে। ৪ বছরের মধ্যে টার্মিনাল স্থাপন করেছি।

জেড ফুয়েল যাতে সরাসরি শাহজালাল বিমানবন্দরে আসে, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।’ সড়ক, রেল ও আকাশ- সব পথে আধুনিক যোগাযোগ নিশ্চিত হবে জানিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, আকাশপথে আন্তঃজেলা যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এছাড়া সাগরের ভেতর দিয়ে উঠানামা করবে কক্সবাজার বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরও উন্নতমানের হবে। এছাড়াও অতীতে কখনও কেউ এভিয়েশন খাতে এত কাজ করেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে- প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে প্রতিষ্ঠা পেতে কাজ করছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। থার্ড টার্মিনাল নির্মাণে সহযোগিতা করায় জাপান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানয় প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এক সময় শাহজালাল বিমানবন্দর হবে আন্তর্জাতিক বিমান যোগাযোগের হাব। সবাই এখানে আসবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। কোভিডের অতিমারি সত্ত্বেও নির্মাণকাজ চলেছে। ৪ বছরের মধ্যে টার্মিনাল স্থাপন করেছি।

জেড ফুয়েল যাতে সরাসরি শাহজালাল বিমানবন্দরে আসে, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।’ সড়ক, রেল ও আকাশ- সব পথে আধুনিক যোগাযোগ নিশ্চিত হবে জানিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, আকাশপথে আন্তঃজেলা যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এছাড়া সাগরের ভেতর দিয়ে উঠানামা করবে কক্সবাজার বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরও উন্নতমানের হবে। এছাড়াও অতীতে কখনও কেউ এভিয়েশন খাতে এত কাজ করেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।