
কলকাতার সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডে দর্শক যখন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, তখনই ভিন্নধর্মী সিনেমায় কাজ করে সিনেমা হলে দর্শক ফিরিয়েছেন তিনি। তবে এবার অভিনয় নয় সিনেমা নির্মাণের খবর দিলেন এই অভিনেতা।
হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেছেন, ‘প্যান ইন্ডিয়া প্রজেক্টের এই সিনেমা নির্মাণে শিগগিরই হাত দিতে চলেছেন তিনি। দুইমাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
সিনেমাটি সর্বভারতীয় হলেও বাংলা ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানান এই অভিনেতা। তাঁর ভাষ্যে সেটা এমন, ‘বাংলা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে সিনেমা। ইংরেজিতেও হতে পারে। আসলে বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এই সংস্কৃতিক আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই।’