ফিলিস্তিনের পাশে সৌদি আরব

মাস-ইসরায়েলের সংঘর্ষে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব এ কথা জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আরও বলেন, ‘যথোপযোগী জীবন ধারণের ন্যায্য অধিকার অর্জন, আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব।’

উল্লেখ্য, গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে বলেন, ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’। কারণ, সেখানে মক্কা ও মদিনার পরে ইসলামের পবিত্রতম মসজিদ আল আকসা রয়েছে। যুবরাজ মোহাম্মদ বলেন, ‘আমাদের সেই অংশটি সমাধান করতে হবে। আমাদেরকে ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’

এদিকে জানা গেছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে এ সংকট নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের পাশে সৌদি আরব

আপডেট সময় : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

মাস-ইসরায়েলের সংঘর্ষে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব এ কথা জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আরও বলেন, ‘যথোপযোগী জীবন ধারণের ন্যায্য অধিকার অর্জন, আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব।’

উল্লেখ্য, গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে বলেন, ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’। কারণ, সেখানে মক্কা ও মদিনার পরে ইসলামের পবিত্রতম মসজিদ আল আকসা রয়েছে। যুবরাজ মোহাম্মদ বলেন, ‘আমাদের সেই অংশটি সমাধান করতে হবে। আমাদেরকে ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’

এদিকে জানা গেছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে এ সংকট নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান।