
গাজায় ফিলিস্তিনের ছিটমহলে স্থল, নৌ ও আকাশ পথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে দুই লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ বলেছে, ধারণা করা হচ্ছে, গাজায় দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জন তাদের বাড়িঘর হারিয়েছেন। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ওসিএইচএ জানায়, বোমাবর্ষণে এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে আর বাসবাস করা যাবে না। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারি সংস্থা ইউএনআরডব্লিওএ জানিয়েছে, প্রায় এক লাখ ৭৫ হাজার বাস্তুহারা মানুষ ৮৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন।
এছাড়া ১৪ হাজার ৫০০ লোক ১২টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন। পাশাপাশি ৭৪ হাজার লোক আত্মীয়স্বজন, প্রতিবেশী অথবা উপাসনালয় ও অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন। জনাকীর্ণ ও হতদরিদ্র গাজা উপত্যকার ছিটমহল থেকে ইহুদি বসতিতে আকাশ, স্থল ও নৌপথে হামলা চালানোর পর ইসরায়েলের পাল্টা আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যের এই এলাকাতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হচ্ছে।