রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৬৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পিকআপ ভ্যান ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুইজনের বয়স ৩৫-৩৬।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে আলাদাভাবে এই দুইটি দুর্ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, সকাল সাড়ে ৬টায় কামরাঙ্গীরচর মাদবর বাজার লোহার ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতনামা (৩৬) ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অপরদিকে আব্দুল আউয়াল নামে এক পথচারী জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাখালপাড়া-পুলপাড় এলাকার মাঝামাঝি এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুই ব্যক্তির কারো নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০১:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পিকআপ ভ্যান ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুইজনের বয়স ৩৫-৩৬।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে আলাদাভাবে এই দুইটি দুর্ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, সকাল সাড়ে ৬টায় কামরাঙ্গীরচর মাদবর বাজার লোহার ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতনামা (৩৬) ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অপরদিকে আব্দুল আউয়াল নামে এক পথচারী জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাখালপাড়া-পুলপাড় এলাকার মাঝামাঝি এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুই ব্যক্তির কারো নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।