
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় বাধা প্রধান করা হয়েছে।
আজ রোববার ১৫ অক্টোবর বেলা ১টা ৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়। বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী, পেশাজীবী, বিরোধী মতাদর্শের নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি-হয়রানিমূলক রাজনৈতিক মামলা করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট।
এই পদযাত্রাকে কেন্দ্র করে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছিল।
বেলা সোয়া একটার দিকে হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হতেই পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। এরপর বিক্ষোভ সমাবেশ শুরু করেন আইনজীবীরা। পরে আইজিপির কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যায় আইনজীবীদের ৫ সদস্যের একটি প্রতনিধিদল।