নতুন লুক নিয়ে হাজির ওমর সানী

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী প্রায় দুই বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন।  এবার এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ‘ডেড বডি’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ১০ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে ছবিটির কাজ।

এই প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনেক দিন কাজ করি না। নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকমের, তাই কাজটি করছি।হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’ ওমর সানীর ভাষ্যমতে, ‘এই চরিত্রের গেটআপ, অঙ্গভঙ্গি অন্য রকমের। সংলাপ বলাটাও ভিন্ন, যেটি আগে কখনো করা হয়নি। এ রকম একটি চরিত্রের রূপ দেওয়ার জন্য আমাকে মুখে–শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটুও আঁকতে হয়েছে। এই ছবিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শকেরা।’

এই অভিনেতা জানান, ১০ অক্টোবর থেকে ঢাকা, সাভার মিলিয়ে ‘ডেড বডি’ ছবির শুটিং চলছে। ২৩ অক্টোবর থেকে বান্দরবানে হবে শুটিং। সেখানেই ওমর সানীর শুটিং শেষ হয়ে যাবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন লুক নিয়ে হাজির ওমর সানী

আপডেট সময় : ১২:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী প্রায় দুই বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন।  এবার এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ‘ডেড বডি’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ১০ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে ছবিটির কাজ।

এই প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনেক দিন কাজ করি না। নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকমের, তাই কাজটি করছি।হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’ ওমর সানীর ভাষ্যমতে, ‘এই চরিত্রের গেটআপ, অঙ্গভঙ্গি অন্য রকমের। সংলাপ বলাটাও ভিন্ন, যেটি আগে কখনো করা হয়নি। এ রকম একটি চরিত্রের রূপ দেওয়ার জন্য আমাকে মুখে–শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটুও আঁকতে হয়েছে। এই ছবিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শকেরা।’

এই অভিনেতা জানান, ১০ অক্টোবর থেকে ঢাকা, সাভার মিলিয়ে ‘ডেড বডি’ ছবির শুটিং চলছে। ২৩ অক্টোবর থেকে বান্দরবানে হবে শুটিং। সেখানেই ওমর সানীর শুটিং শেষ হয়ে যাবে।