মহাসমাবেশ সফল করতে বিএনপিতে চলছে মহাপ্রস্তুতি

বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে রাজনীতিতে শুরু হয়েছে উত্তাপ। কর্মসূচি ঘিরে নানা হিসাবনিকাশ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

২৮শে অক্টোবর মহাসমাবেশ সফল করতে বিএনপিতে চলছে মহাপ্রস্তুতি। ওইদিন রাজধানী ঢাকায় জনসমুদ্র তৈরি করতে চায় বিএনপি। দেশের সবগুলো জেলা থেকেই সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীকে ঢাকায় আনা হবে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও মহাসমাবেশে যোগ দেবেন।   সাম্প্রতিককালের সর্ববৃহৎ সংখ্যক মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। সেভাবে নির্দেশনা দেয়া হচ্ছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের। ইতিমধ্যে ঢাকা মহানগরসহ জেলাগুলোতে প্রস্তুতি সভা শুরু হয়েছে। দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনেই মহাসমাবেশটি করতে চায় বিএনপি। সেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেয়া হবে।

মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যদের দলনেতা করে সারা দেশের সাংগঠনিক জেলাগুলোকে ভাগ করে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি সভা হয়েছে। গতকাল ময়মনসিংহে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বৃহস্পতিবার নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে স্কাইপিতে ম্যারাথন বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন তিনি। এসব বৈঠকে মহাসমাবেশ সফল করার পাশাপাশি রাজপথে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নানা নির্দেশনা দিচ্ছেন তিনি। ওদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন থানা ও ওয়ার্ডের ইউনিট কমিটির সঙ্গে জুম মিটিং করছেন।

এর আগে সরকার পতনের একদফা দাবিতে ১৯শে সেপ্টেম্বর ১৮ই অক্টোবর পর্যন্ত দুধাপে ৭টি বিভাগীয় রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি। সর্বশেষ বুধবার নয়াপল্টনে সমাবেশ থেকে ২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৮শে অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আর থেমে থাকবো না। অনেক বাধা ও বিপত্তি আসবে। সেই সমস্ত বাধা ও বিপত্তি অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করতে আমাদেরকে সামনে ছুটে যেতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক মানবজমিনকে বলেন, ২৮শে অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা উদ্বেলিত। সারা দেশ থেকে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দেবে। সেই সমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসমাবেশ সফল করতে বিএনপিতে চলছে মহাপ্রস্তুতি

আপডেট সময় : ০৬:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে রাজনীতিতে শুরু হয়েছে উত্তাপ। কর্মসূচি ঘিরে নানা হিসাবনিকাশ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

২৮শে অক্টোবর মহাসমাবেশ সফল করতে বিএনপিতে চলছে মহাপ্রস্তুতি। ওইদিন রাজধানী ঢাকায় জনসমুদ্র তৈরি করতে চায় বিএনপি। দেশের সবগুলো জেলা থেকেই সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীকে ঢাকায় আনা হবে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও মহাসমাবেশে যোগ দেবেন।   সাম্প্রতিককালের সর্ববৃহৎ সংখ্যক মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। সেভাবে নির্দেশনা দেয়া হচ্ছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের। ইতিমধ্যে ঢাকা মহানগরসহ জেলাগুলোতে প্রস্তুতি সভা শুরু হয়েছে। দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনেই মহাসমাবেশটি করতে চায় বিএনপি। সেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেয়া হবে।

মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যদের দলনেতা করে সারা দেশের সাংগঠনিক জেলাগুলোকে ভাগ করে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি সভা হয়েছে। গতকাল ময়মনসিংহে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বৃহস্পতিবার নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে স্কাইপিতে ম্যারাথন বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন তিনি। এসব বৈঠকে মহাসমাবেশ সফল করার পাশাপাশি রাজপথে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নানা নির্দেশনা দিচ্ছেন তিনি। ওদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন থানা ও ওয়ার্ডের ইউনিট কমিটির সঙ্গে জুম মিটিং করছেন।

এর আগে সরকার পতনের একদফা দাবিতে ১৯শে সেপ্টেম্বর ১৮ই অক্টোবর পর্যন্ত দুধাপে ৭টি বিভাগীয় রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি। সর্বশেষ বুধবার নয়াপল্টনে সমাবেশ থেকে ২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৮শে অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আর থেমে থাকবো না। অনেক বাধা ও বিপত্তি আসবে। সেই সমস্ত বাধা ও বিপত্তি অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করতে আমাদেরকে সামনে ছুটে যেতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক মানবজমিনকে বলেন, ২৮শে অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা উদ্বেলিত। সারা দেশ থেকে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দেবে। সেই সমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।