
সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে আজ।
গতকাল দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত লাগাতার সড়কপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে। এদিকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলের তৃণমূল নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন বিএনপি’র হাইকমান্ড। সারা দেশে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছেন বিএনপি’র শীর্ষ নেতা। এ ছাড়া দায়িত্বশীল নেতাদের মাঠে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।
গত রোববার সন্ধ্যায় বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলন কর্মসূচি প্রণয়ন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচিও আরও কঠোরভাবে পালন করা হবে। সেভাবে দলের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে মহাসমাবেশে সংঘর্ষের পর বিএনপি’র সিনিয়র নেতাদের গ্রেপ্তার ও বাসায় বাসায় অভিযান চালায় পুলিশ। গতকালও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হকের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের গ্রেপ্তার এড়াতে নেতারা সতর্ক হয়ে চলছেন।