গাজিপুরে পোষাক শ্রমিক সংঘর্ষ, নিহত ১ এবং আহত ১০

পোষাক শ্রমিকদের নূন্যতম মজুরী সাড়ে তেইশ হাজার টাকা করার দাবীতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভরত আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষে এক  নাড়ী পোষাক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় প্রায় দশজন আহত হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা। এরপর গতকাল মঙ্গলবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু এতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। এ জন্য আবার তাঁরা আন্দোলনে নেমেছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে এক সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। নিহত এ পোশাকশ্রমিক মাত্র দেড় মাস আগে স্থানীয় ইসলাম গার্মেন্টসে চাকরিতে যোগ দেন।

এদিকে কোনাবাড়ি সহ আরও কিছু স্থানে শ্রমিকরা আন্দোলন করে। তাদের এই আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ ওয়াটার গান, টিআরসেল ও গুলি ছুড়ে। এসময় এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে ছুটির পর বিকেলে মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। বিকেলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিশৃংখলা ঠেকাতে ও নিরাপত্তা রক্ষায় এলাকা জুড়ে গার্মেনটস গুলোর ফটকে ও বেশকিছু পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া শহরে শৃঙ্খলা বজায় রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে টহল দিচ্ছে বিজিবি  ও র‍্যাব ।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজিপুরে পোষাক শ্রমিক সংঘর্ষ, নিহত ১ এবং আহত ১০

আপডেট সময় : ০৭:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

পোষাক শ্রমিকদের নূন্যতম মজুরী সাড়ে তেইশ হাজার টাকা করার দাবীতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভরত আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষে এক  নাড়ী পোষাক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় প্রায় দশজন আহত হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা। এরপর গতকাল মঙ্গলবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু এতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। এ জন্য আবার তাঁরা আন্দোলনে নেমেছেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে এক সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। নিহত এ পোশাকশ্রমিক মাত্র দেড় মাস আগে স্থানীয় ইসলাম গার্মেন্টসে চাকরিতে যোগ দেন।

এদিকে কোনাবাড়ি সহ আরও কিছু স্থানে শ্রমিকরা আন্দোলন করে। তাদের এই আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ ওয়াটার গান, টিআরসেল ও গুলি ছুড়ে। এসময় এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে ছুটির পর বিকেলে মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। বিকেলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিশৃংখলা ঠেকাতে ও নিরাপত্তা রক্ষায় এলাকা জুড়ে গার্মেনটস গুলোর ফটকে ও বেশকিছু পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া শহরে শৃঙ্খলা বজায় রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে টহল দিচ্ছে বিজিবি  ও র‍্যাব ।