
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে (৮ নভেম্বর বুধবার) সারা দেশজুড়ে বিভিন্ন স্থানে মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ভোর থেকেই বিএনপি সহ অংশগ্রহনকারী অন্যান্য অংগ সংগঠনগুলো মিছিল ও রাস্তা অবরোধ করেন। ব্যানার ফেস্টুন সহ রাজধানী ও অন্যান্য জেলা শহরের রাস্তাইয় দলে দলে বিভিন্ন মিছিল নিয়ে প্রদক্ষিন করেন তারা। এছাড়াও রাজধানীর সংযোগ মহাসড়ক গুলোতেও তারা প্রতিবন্ধকতা এবং এই অবস্থান কর্মসূচি পালন করেন। রাস্তায় গাছের গুড়ি ফেলে, গাড়ির টায়ার ইত্যাদি পুড়িয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।
দূর পাল্লার গাড়ি গুলো বন্ধ রেখেছে মালিক-শ্রমিক পক্ষ থেকে যার কারনে যাত্রীসেবা ও অন্যান্য পরিবহন ক্ষেত্র অচল হয়ে পরেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন মানুষ ও জনজীবন। বিচ্ছিন্ন রয়েছে রাজধাণীর সাথে যোগাযোগও।
সিলেট,সুনামগঞ্জ,চট্টগ্রাম,ময়মনসিংহ,মানিকগঞ্জ,নারায়নগঞ্জ,মুন্সিগঞ্জ,বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময় পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আটক হয়। এসময় চলাচলকারী কিছু ভ্যান,পিক আপ,সিএনজি সহ বাস ও ট্রাক ভাংচুর করে অবরোধ সমর্থনকারীরা।
এদিকে নারায়নগঞ্জের বাস টার্মিনাল এলাকায় পুলিশের সাথে সংঘর্ষকালে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে আটক করে পুলিশ। নিরাপত্তা জোরদার করতে শহরের বিভিন্ন স্থানে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।