
রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, যেকোনো মূল্যে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে নির্বাচন করতে চায়। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচনের তফসিলও ঘোষণার প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এখন শুধু তফসিল ঘোষণা বাকি আছে। বৃহস্পতি বার (৮ নভেম্বর) রাষ্ট্রপতির সাথে এক আলোচনা শেষে এক সাংবাদিকদের এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনের প্রস্তুতি শেষ করে আনলেও অন্যান্য সকল দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচন এখনো প্রায় অনিশ্চিত। কারন প্রধান বিরোধীদল বিএনপির সাথে এখনও কোন সংলাপ বা বৈঠক করেনি নির্বাচন কমিশন।
নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন আছে জনমনে। তবে সেটাকে আমলে না নিয়েই তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে গিয়ে নির্বাচনের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আগামী ২৯ জানুয়ারির আগেই যেকোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। খুব শিগ্রই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। বর্তমান চলমান একাদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।