যাত্রা শুরু করলো কক্সবাজার এক্সপ্রেস

১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার-ঢাকা ট্রেন চলাচল শুরু

দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে  ঢাকার পথে যাত্রা শুরু করলো  ‘কক্সবাজার এক্সপ্রেস’। আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে  কক্সবাজারের  আইকনিক রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। এ যাত্রাকে ঘিরে কক্সবাজার জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এক হাজার ২০ জন যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশন চত্বরে নামে বিপুল মানুষের ঢল। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ট্রেনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন। একই সাথে আক্ষেপ ভুলে অনেকেই বলেছেন আপাতত টিকিট না পেলেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশনে এসেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত একজোড়া ট্রেন চলবে এই রুটে। যাত্রাবিরতির জন্য থামবে শুধু চট্টগ্রামে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আরেকটি ট্রেন কক্সবাজার পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬টা ৪০মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে রেল বিভাগ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রা শুরু করলো কক্সবাজার এক্সপ্রেস

আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে  ঢাকার পথে যাত্রা শুরু করলো  ‘কক্সবাজার এক্সপ্রেস’। আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে  কক্সবাজারের  আইকনিক রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। এ যাত্রাকে ঘিরে কক্সবাজার জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এক হাজার ২০ জন যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশন চত্বরে নামে বিপুল মানুষের ঢল। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ট্রেনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন। একই সাথে আক্ষেপ ভুলে অনেকেই বলেছেন আপাতত টিকিট না পেলেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশনে এসেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত একজোড়া ট্রেন চলবে এই রুটে। যাত্রাবিরতির জন্য থামবে শুধু চট্টগ্রামে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আরেকটি ট্রেন কক্সবাজার পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬টা ৪০মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে রেল বিভাগ।