আজ বাঙালী জাতির মুক্তির দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৭২৬ বার পড়া হয়েছে

আজ  ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। আজকের এই দিন বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস।

বাংলাদেশের বিজয় এবং স্বাধীনতার ৫২তম বার্ষিকী।  অস্তিত্বের আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন আজ।

১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতা অর্জন করে। টানা ২৪ বছরের শাসন,শোষণের ও নিপীড়নের অবসান ঘটিয়ে  এক নতুন সূর্যোদয় নিয়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

পাক হানাদার বাহিনীকে পরাজিত করে, ৩০ লক্ষ বীর শহীদের আত্মত্যাগ আর অসংখ্য নারী সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আজকের দিনে বিজয় অর্জন করে।

এজন্য প্রতি বছর ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৩ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন।  পাকিস্তানের পক্ষ থেকে পরাজয় বরন করে আত্মসমর্পণের দলিলে সই করেন তিনি ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ বাঙালী জাতির মুক্তির দিন

আপডেট সময় : ০২:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

আজ  ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। আজকের এই দিন বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস।

বাংলাদেশের বিজয় এবং স্বাধীনতার ৫২তম বার্ষিকী।  অস্তিত্বের আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন আজ।

১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতা অর্জন করে। টানা ২৪ বছরের শাসন,শোষণের ও নিপীড়নের অবসান ঘটিয়ে  এক নতুন সূর্যোদয় নিয়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

পাক হানাদার বাহিনীকে পরাজিত করে, ৩০ লক্ষ বীর শহীদের আত্মত্যাগ আর অসংখ্য নারী সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আজকের দিনে বিজয় অর্জন করে।

এজন্য প্রতি বছর ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৩ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথবাহিনীর প্রধান জেনারেল জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন।  পাকিস্তানের পক্ষ থেকে পরাজয় বরন করে আত্মসমর্পণের দলিলে সই করেন তিনি ।